শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
ভুলের দায় নিয়ে পদত্যাগ করলেন নেদারল্যান্ডস সরকার

ভুলের দায় নিয়ে পদত্যাগ করলেন নেদারল্যান্ডস সরকার

দর্পণ ডেস্ক : শিশু কল্যাণ তহবিলের অর্থ নেওয়ার ক্ষেত্রে হাজার হাজার পরিবারের বিরুদ্ধে প্রতারণার ভুল অভিযোগ আনার দায় নিয়ে গতকাল শুক্রবার পদত্যাগ করেছে নেদারল্যান্ডস সরকার। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

নির্বাচনের মাত্র দুই মাস বাকি থাকতে শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ডসের রাজা উইলেম-অ্যালেক্সান্ডারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ২৬ হাজার পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিলের সহায়তা নেওয়ার ক্ষেত্রে প্রতারণা বা জালিয়াতির অভিযোগ আনেন নেদারল্যান্ডসের কর কর্মকর্তারা। সেসব পরিবারকে সহায়তার অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। ফলে বহু পরিবার নিদারুণ আর্থিক সংকটের মধ্যে পড়ে যায়। বহু পরিবারকে হারাতে হয় ঘর।


পরে দেখা যায়, ঠিক জায়গায় সই না থাকা বা ফরম পূরণের ক্ষেত্রে ছোটোখাটো ভুলের জন্যও অনেক পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

ট্যাক্স অফিসের এমন ভুলের জন্য সরকার ক্ষমা চেয়েছে। প্রত্যেককে ৩০ হাজার ইউরো করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

৬০০ পরিবারের প্রতিনিধিত্বকারী আইন কর্মকর্তা অরল্যান্ডো কাদির বলেছেন, সরকারের আমলারা গোষ্ঠি চিহ্ণ ধরে টার্গেট করেছেন। যেসব নাম বিদেশি মনে হয়েছে সেগুলোকে ধরেছেন তারা।

একই ইস্যুতে গত বৃহস্পতিবার এ ঘটনায় বিরোধী দল লেবার পার্টির নেতা লোডউইজক অ্যাশ্চার সমাজকল্যাণ মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বলেন, ‘একটি ব্যর্থ সিস্টেম সরকারকে জনগণের শত্রু বানিয়েছে।’

ভুক্তভোগী ২০টি পরিবার এ সপ্তাহে সমাজকল্যাণ মন্ত্রী অ্যাশ্চার ও তিন দলীয় জোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। জোট সরকারের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্য, শিশু অধিকার লঙ্ঘন ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।