বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
সুনামগঞ্জে হরিণ শাবক আটক ; উৎসুক জনতার ভীড়

সুনামগঞ্জে হরিণ শাবক আটক ; উৎসুক জনতার ভীড়

দর্পণ ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি হরিণ শাবক করেছে স্থানীয়রা। মঙ্গলর বার সকাল এগারোটায় উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়ারগড় গ্রাম থেকে হরিণটি আটক করে স্থানীয়রা। হরিণটি এখন একই গ্রামের মনফর আলীর বাড়িতে দড়িতে বাঁধা অবস্থায় রয়েছে। হরিণটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, সকালে গ্রামের হাওরে হরিণটি দেখতে পেয়ে সবাই মিলে তাড়া করে আটক করে। এদিকে হরিণ আটকের খবর পেয়ে সকাল থেকে মনফর আলীর বাড়িতে উৎসুক জনতার ভীড় বাড়ছে। হরিণ দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লোকজন।
এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা বন কর্মকর্তা নীতিশ চক্রবর্তী জানান, হরণ আটকের খবর পেয়েছি। হরিণটি উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।