শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
সিলেট-ঢাকা মহাসড়ক ৪ লেন প্রকল্প একনেকে যাচ্ছে জানুয়ারিতে

সিলেট-ঢাকা মহাসড়ক ৪ লেন প্রকল্প একনেকে যাচ্ছে জানুয়ারিতে

দর্পণ ডেস্ক : সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প ২০২১ সালের জানুয়ারি মাসে একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

একথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়স্থ কার্যালয় হতে ভিডিও কনফারেন্সে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ দুই রোডে ৬টি করে মোট ১২টি এসি বাস চালু করা হয়।

ওবায়দুল কাদের এসময় আরও বলেণ, বলেন, ‘শীতকালে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসে। ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার সাথে যানবাহন চালানোর জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ জানাচ্ছি।’

এসময় ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী, সিলেটের রেঞ্জের ডিআইজি এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।