বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
মন্ত্রীর এলাকায় নয় ; জনগণের দ্বাবি সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের

মন্ত্রীর এলাকায় নয় ; জনগণের দ্বাবি সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের

 

দর্পণ ডেস্ক : পরিকল্পনামন্ত্রীর এলাকায় নয়; সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় বক্তারা বলেন, হাওরে শিক্ষার আলো জ্বালাতে মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। অপরাপর মেগা প্রকল্পের ন্যায় বিশ্ববিদ্যালয়টিও পরিকল্পনা মন্ত্রীর এলাকা শান্তিগঞ্জে স্থাপনের প্রক্রিয়া চলছে।

একের পর এক মেগা প্রকল্প শহর থেকে ১৭ কিলোমিটার দূরে শান্তিগঞ্জ নিয়ে যাওয়া হলে দুইশ’ বছরে গড়ে ওঠা সুনামগঞ্জ শহর পরিত্যক্ত শহরে পরিণত হবে।

বক্তারা এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়টি জেলা সদরে স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, জেলা জাসদ সভাপতি এনামুজ্জামান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধরণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, অ্যাডভোকেট শেরেনূর আলী, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট আব্দুল জলিল, ফজলুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন, জাসদ নেতা সালেহীন চৌধুরী প্রমুখ।

পরে সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রবিউল লেইছ রোকেশ, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, হাওর আন্দোলন নেতা রমেন্দ্র কুমার দে মিন্টু, সুখেন্দু সেন, আলী নূর, সমাজকর্মী আলী হায়দার, জাপা নেতা রশিদ আহমদ, প্রভাষক ফারুক রশীদ, প্রভাষক আবু সাঈদ, অ্যাভোকেট আলম নূর, অ্যাডভোকেট জাবেদ মোহাম্মদ নূরে আলম, অ্যাডভোকেট মনির মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।