শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
“মেসি খেলা ছাড়লে টিভি ছুঁড়ে ফেলবো”

“মেসি খেলা ছাড়লে টিভি ছুঁড়ে ফেলবো”

দর্পণ ডেস্ক : য়্যুভেন্তাসের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ জিতে নিয়েছে বার্সেলোনা। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল করেছেন লিওনেল মেসি। তবে পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আক্রমণ, সতীর্থদের বলের যোগান দেয়া সবই করেছেন। প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে সারাক্ষণই তটস্থ রেখেছেন। ক্ষুদে জাদুকরের এমন স্বরূপে ফেরা দেখে তার প্রশংসায় পঞ্চমুখ সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ান ভিয়েরি।

সাবেক এই তারকা মনে করেন, আর্জেন্টাইন মহাতারকার এখনো অনেক কিছুই দেয়া বাকি। তারপরও মেসি যেদিন অবসর নিবেন সেদিন ফুটবল খেলা দেখা ছেড়ে দেবেন বলে জানান ভিয়েরি।

সিবিএস স্পোর্টসকে তিনি বলেন, মেসি হচ্ছে একজন জাদুকর। সে হচ্ছে ফুটবলের হ্যারি পটার। যখন সে খেলা ছেড়ে দেবে, আমি আমার টিভি ছুঁড়ে ফেলে দেবো। আমি আর টিভিতে কাজ করবো না। সে অবসর নিলে আমি নেটফ্লিক্স দেখবো। এটাই সই। কারণ মেসি খেলা ছাড়লে দেখার মতো আর কিছুই থাকবে না।

ফুটবল ক্যারিয়ারে য়্যুভেন্তাস, এসি মিলান, ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ সহ অনেক নামকরা ক্লাবে খেলেছেন ক্রিস্টিয়ান ভিয়েরি। ফিফার গেল শতকের সেরা ১০০ ফুটবলারের একজন তিনি। নব্বইয়ের দশকের সবচেয়ে দামী ফুটবলারও ভিয়েরি। তার সাবেক ক্লাবের বিপক্ষে মেসির পারফরম্যান্স ব্যাখ্যা করেছেন বর্তমান ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ভিয়েরি।

তিনি বলেন, বার্সেলোনা দুর্দান্ত খেলেছে। পুরো ম্যাচে আসলে য়্যুভেন্তাসের কোনো খেলাই ছিল না। বার্সা চাইলে খুব সহজেই ৬ থেকে ৭টি গোল করতে পারতো। তারা অসাধারণ খেলেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।