মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
মিন্নিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

মিন্নিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

দর্পণ ডেস্ক : বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। একই দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ আসামির মধ্যে তিনজনকে নেয়া হয়েছে বরিশাল কেন্দ্রীয় কারাগারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কড়া নিরাপত্তায় বরগুনা থেকে কাশিমপুর মহিলা কারাগারে নেয়া হয় মিন্নিকে।

কারারক্ষী হাসান জাহান বীথি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মিন্নির কারা বদল হয়।

এদিকে, আজ দুপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫ প্রাপ্তবয়স্ক ছেলে আসামির মধ্যে রাব্বী আকন, টিকটক হৃদয় ও মোহাম্মদ হাসানকে বরিশাল কেন্দ্রেীয় কারাগারে স্থানান্তর করা হয়। একই দণ্ডপ্রাপ্ত রিফাত ফরাজী ও মোহাইমিনুল ইসলাম সিফাতের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাদের আদালতে হাজিরের প্রয়োজনে বরগুনাতেই রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এ হত্যা মামলায় গত ৩০ সেপ্টেম্বর নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।