শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বিয়ানীবাজারের দুবাগে বিট পুলিশিং কার্যক্রম সভা সম্পন্ন

বিয়ানীবাজারের দুবাগে বিট পুলিশিং কার্যক্রম সভা সম্পন্ন

দর্পণ ডেস্ক : বিয়ানীবাজার থানা পুলিশের উদ্যোগে উপজেলার দুবাগ ইউনিয়নের সুপ্রিম কনভেনশন হলে বিট পুলিশিং কার্যক্রম সভা অনুস্টিত হয়েছে। ১৫ই অক্টোবর বুধবার বিকালে এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত করতে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ডাকাতি ও ধর্ষণসহ সকল অপরাধমুক্ত রাখতে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দুবাগ ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে বিট পুলিশ অফিসার রুমেন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।

এসময় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, পুলিশের সকল কাজে জনগন সহায়তা করলে দেশ অপরাধমুক্ত হবে। আপনাদের যেকোনো প্রয়োজনে পুলিশের উপর আস্থা রেখে স্থানীয় ইউপির বিট অফিসারদের সহযোগী নিন, প্রয়োজনে থানায় আসুন। আমরা আন্তরিকতার সঙ্গে আপনাদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করব।

আবিদ হোসেনের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, দুবাগ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাওফিক মাহমুদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি কাদির আহমদ, সহ সভাপতি বাবলু আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী নেতা পলাশ আফজাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুর রাজ্জাক, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদুর রহমান চৌধুরী, সদ্য সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির পারভেজ, তাজুল ইসলাম,চৌধুরী, , দুবাগ ইউপি ছাত্রলীগ নেতা আবুল হাসেম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।