শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
আমরা কথা রেখেছি প্রিয় তারিনা- সামীম আনোয়ার

আমরা কথা রেখেছি প্রিয় তারিনা- সামীম আনোয়ার

বিশেষ লিখনি : আমরা কথা রেখেছি, প্রিয় তারিন!

বড়বোনের সাথে প্রেম চলা অবস্থাতেই দুশ্চরিত্র যুবক সাজ্জাদের নজর গিয়ে পড়ে ছোটবোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তারিনের ওপর (ছদ্মনাম)। প্রথম প্রথম কারণে অকারণে ইঙ্গিতবহ স্পর্শ। কিন্তু কোনরূপ সাড়া না পেয়ে শেষমেশ জোরপূর্বক ধর্ষণের সিদ্ধান্ত। তুলে নিয়ে, টুঁ শব্দটি করলে মেরে ফেলার হুমকি দিয়ে, ৩০ সেপ্টেম্বর সারারাত ধর্ষণ করার পর পরদিন পরিবেশের প্রতিকূলতা আঁচ করতে পেরে ঘটনাস্থল হতে অজ্ঞাত স্থানের উদ্দেশে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত ধর্ষক সাজ্জাদ। কিন্তু আমরা হাল ছাড়িনি। পালানোর সকল পথ সিল করে দিয়ে ৫ ঘন্টা ব্যাপী নানামুখী তৎপরতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা।

অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আমরা টিম রাঙ্গুনিয়া অভিযুক্ত ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে কোনরকম মিছিল,মিটিং, মানববন্ধনের সুযোগ রাখিনি। ধর্ষনের বিষয়টি যখন দেশবাসী জেনেছেন, তার ঢের আগেই আসামি আমাদের খাঁচায়। আশা করি, বিচারিক প্রক্রিয়া পার হয়ে উপযুক্ত ন্যায়বিচারই মিলবে কিশোরী মেয়েটির ভাগ্যে।

কিশোরী তারিন! আমরা শুধু এই বার্তাই তোমাকে দিতে চাই যে, তোমার ওপর যে অন্যায় সংঘটিত হয়েছে, তার প্রতিবিধান নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মাত্রা বড়-ছোট যেমনই হোক, তোমার সম্মান-সম্ভ্রমহানির বিষয়টি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।

লেখক পরিচিতি :

Md. Anwar Hossan (Shamim Anwar)
এএসপি (রাঙ্গুনিয়া সার্কেল)।
চট্টগ্রাম জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।