শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
নবীগঞ্জে একই দিনে পৃথক স্থানে হারপিক পান করে গৃহবধূ ও যুবকের আত্মহত্যার চেষ্টা

নবীগঞ্জে একই দিনে পৃথক স্থানে হারপিক পান করে গৃহবধূ ও যুবকের আত্মহত্যার চেষ্টা

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক স্থানে হারপিক পান করে গৃহবধু ও যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতাল ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছেন। সুত্রে প্রকাশ-গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টায় ওই উপজেলার বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের মোঃ শিবলু মিয়ার স্ত্রী মোছাঃ তৈয়বা বেগম (৩০) স্বামীর বাড়ির লোকের সাথে অভিমান করে ঘরে থাকা হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে।পরিবারের লোকজন টের পেয়ে তাকে তাৎক্ষনিক নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে ওই দিন বিকেল সাড়ে ৩ টায় উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের মোঃ নজির আলীর স্ত্রী ছেলে মোঃ সেফুল মিয়া (২৩) ভালবাসার প্রেমিকা পাবার দাবিতে পিতা-মাতার সাথে অভিমান করে ঘরে থাকা হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।পরিবারের লোকজন তার আত্মহত্যার চেষ্টা আচ করতে পেরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।