বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
ব্যারিস্টার সুমনকে সালাহউদ্দিনের প্রশ্ন, ‘আপনার যোগ্যতা কি?

ব্যারিস্টার সুমনকে সালাহউদ্দিনের প্রশ্ন, ‘আপনার যোগ্যতা কি?

দর্পণ ডেস্ক : আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। দীর্ঘ এক যুগ ধরে বাফুফে সভাপতির পদ আঁকড়ে ধরে থাকলেও সবমিলিয়ে ফুটবল প্রেমীদের কাছে ব্যর্থ হিসেবেই বিবেচিত হচ্ছেন কাজী সালাহউদ্দিন। এমতাবস্থায় তার জায়গায় অন্য কাউকে সভাপতির আসনে দেখতে চাওয়া ব্যারিস্টার সুমনের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন তিনি।

যত কিছুই করুন না কেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা সালাহউদ্দিনকে কিছুতেই মেনে নিতে পারছেন না। এরই মধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন হয়েছে। আন্দোলন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এই আন্দোলনে যোগ দিয়েছেন সময়ের অন্যতম আলোচিত ব্যক্তি ব্যারিস্টার সাইদুল হক সুমন। তার নেতৃত্বে ‘আমরাও একদিন ফুটবল বিশ্বের শক্তিশালী খেলুড়ে দেশ হতে চাই’ স্লোগানে মানববন্ধন আয়োজন করেছিল ‘প্রজন্ম, ফুটবল যাদের চেতনায় ও অস্তিত্বে’।

ব্যারিস্টার সুমন আয়োজিত এই মানববন্ধন টেলিভিশনের পর্দায় দেখেছেন কাজী সালাহউদ্দিন। সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাফুফে প্রধানকে ওই মানববন্ধন নিয়ে জিজ্ঞেস করা করা হলে ক্ষেপে যান তিনি। এসময় তিনি উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘ব্যারিস্টার সুমন কে? টিভিতে দেখলাম দাবি উঠেছে, সালাহউদ্দিনকে পদত্যাগ করতে হবে। নির্বাচনের মাত্র কটা দিন বাকি। তো আপনি কেন নির্বাচন করতে আসছেন না?’

তিনি আরো বলেন, ‘আমি তো নির্বাচিত হয়েই এখানে এসেছি। আমি আমার নির্বাচন করছি। আপনি নির্বাচনে না এসে আমাকে কীভাবে পদত্যাগ করতে বলছেন! আপনি কে, আপনার যোগ্যতা কী?’

কাজী সালাউদ্দিন যোগ করেন, ‘যদি এমন হতো যে আন্তর্জাতিক অঙ্গনে আপনার (ব্যারিস্টার সুমন) সাংগঠনিক কোনো বড় অবদান আছে তাও এসব মেনে নিতাম। আপনি তো গণমাধ্যমে এসে গালাগালি করলেন। গণমাধ্যমও তার কথা তুলে ধরছে, যা ভিত্তিহীন। আমি যদি আজকে অর্থমন্ত্রীকে নিয়ে সমালোচনা করি তাহলে দেখতে হবে অর্থনীতিতে আমার জ্ঞান কতটুকু। এখন আমাকে যারা গালি দিচ্ছে, পদত্যাগ করতে বলছে তাদের যোগ্যতা কী? ফুটবলে আমার ৫০ বছরের অভিজ্ঞতা। খেলোয়াড়, কোচ ও সংগঠক হিসেবে কাজ করছি।’

এর আগে গত ১৪ আগস্ট ‘প্রজন্ম, ফুটবল যাদের চেতনায় ও অস্তিত্বে’ নামক মানববন্ধনে বাফুফে সভাপতির সমালোচনা করে ব্যারিস্টার সুমন বলেন, ‘সালাহউদ্দিনের দায়িত্বকালে বাংলাদেশের ফুটবলের অনেক অবনতি হয়েছে। র‍্যাংকিংয়ে ৭৭ ধাপ নিচে নেমে গেছে। ফেডারেশনে ফুটবলের উন্নয়ন নিয়ে কোনো কাজ হয় না। সেখানে দুর্নীতির মহোৎসব চলে আর নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। এখন সময় এসেছে এমন অবস্থা থেকে উত্তরণের।’

আগামী ৩ অক্টোবর রাজধানীর সোনারগাঁওয় হোটেলে অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। দুপুর ২টা থেকে বেলা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করবেন

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।