মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
হবিগঞ্জে একটি ব্রিজের জন্য হাজার মানুষের দূর্ভোগ

হবিগঞ্জে একটি ব্রিজের জন্য হাজার মানুষের দূর্ভোগ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের জেলার চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি ব্রীজের আশায় সীমাহীন দূর্ভোগ ও কষ্ট পোহাচ্ছে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লোকজন৷জানা যায়, ৫ নং ওয়ার্ডে সুতাং নদীর পার হয়ে প্রায় হাজারো মানুষের যাতায়ত। লস্করপুর চা বাগান থেকে সতং পর্যন্ত রাস্তার সংযোগস্থলে উজ্জ্বল পুরের সুতাং নদীর ব্রীজ। আনুমানিক ১৫ বছর আগে ৫নং ওয়ার্ডে ব্রীজের পরিকল্পনা হলেও নানান প্রকার রাজনৈতিক মারিফতি প্যাঁচে তাও আটকে যায়৷দূর্ভোগের অবস্থা ব্যারিস্টার সুমন কে অবগত করলে তিনি একটি কাঠের ব্রীজ নির্মান করে সাময়িকভাবে মানুষের কষ্ট লাঘব করলেও এক বৎসরের মাথায় সেই ব্রিজটিও পাহাড়ী ঢলে উধাও হয়ে যায়। বর্তমানে ভাঙা অস্তিত্বহীন রাস্তা ও নানান দূর্ভোগে চুনারুঘাট সহ নানান প্রান্তে যাতায়ত করছে মানুষ৷আরো জানা যায়, এলাকাবাসীরা জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের ব্রীজ ও দূর্ভোগের বিষয়টি বার বার অবগত করলেও উনারা নানান কারন দেখিয়ে ব্রীজের বিষয়টি আমলে নিচ্ছেন না৷এমতাবস্থায় এলাকাবাসীর দাবি দ্রুত যেন ব্রীজটি নির্মান করে ৫নং ওয়ার্ডের দূর্ভোগ লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেন৷

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।