শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
হবিগঞ্জে লাখাইয়ের বিল্ডিংয়ের ছাদে কৃষি তরুকাননের উদ্বোধন

হবিগঞ্জে লাখাইয়ের বিল্ডিংয়ের ছাদে কৃষি তরুকাননের উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি : উপজেলা নির্বাহী অফিসার লাখাই-এর বাসভবনের ছাদে ফিতা কেটে গাছ রোপনের মাধ্যমে কৃষি ‘তরুকানন’-এর শুভ উদ্বোধন করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বাসভবনের ছাদে প্রায় ছাব্বিশটি (২৬) টবে বিভিন্ন জাতের কলমী চারা, ফল মিশরীয় ডুমুর-ত্বীন ফল, মিষ্টি জলপাই, ড্রাগন, মিষ্টি তেঁতুল, চাইনিজ কমলা, সফেদা, লিচু, বারোমাসি আম, জাম্বুরা, জারা লেবু, মাল্টা, আমড়া ইত্যাদি এবং বিভিন্ন সবজি জাতীয় গাছ রোপণ করা হয়।

বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ছাদ কৃষি এক নবদিগন্ত উন্মোচন করবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইয়াসিন আরাফাত রানা এবং উপজেলা কৃষি কর্মকর্তাসহ প্রমুখ।

এরপর জেলা প্রশাসক লাখাই থানা পরিদর্শন করেন। এ সময় তিনি লাখাই থানার অস্ত্রাগার, মালখানাসহ থানার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং থানার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।