বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
জাতির পিতাকে নিয়ে বদরুল ইসলামের কবিতা

জাতির পিতাকে নিয়ে বদরুল ইসলামের কবিতা

জাতির পিতা
বদরুল ইসলাম
————
ওরা একের পর এক হরণ করেছিলো
আমাদের অধিকার,
ওরা একের পর এক আঘাত এনেছিলো
আমাদের ভাষা,সংস্কৃতি আর-
স্বাধীনতার উপর।
ওরা চায়নি –
আমরা সমভাবে সর্বকাজে সমুন্নত হই,
ওরা একের পর এক নির্বিচার করেছে
নির্যাতন আর নিপীড়ন দিয়েছে।
মোরা ওদের নিষ্টুর নিপীড়ন, নির্বিচার
আর অত্যাচার থেকে মুক্তি চাই!
তাই তো মুক্তির তুফান-
সেদিন কাঁপিয়েছিলো রেসকোর্স ময়দান
জনসমুদ্রে পরিণত হয়েছিলো পুরো মাঠ,
অবশেষে বর্জ কন্ঠে আওয়াজ নিয়ে মঞ্চে এলেন পিতা-
পড়িয়ে দিলেন মুক্তি আর স্বাধীনতার মন্ত্র
গর্জে ওঠে বাঙালি জাতি,
তিনি হয়ে ওঠেন বাঙালি জাতির পিতা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।