শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
প্রখ্যাত বাউল শিল্পী লিপি সরকারের স্মরণে সুতাংয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রখ্যাত বাউল শিল্পী লিপি সরকারের স্মরণে সুতাংয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ তাজুল ইসলাম, নবীগন্জ থেকেঃ নরসিংদীর প্রখ্যাত বাউল শিল্পী সদ্য প্রয়াত লিপি সরকার,দেশের জারি, সারি, ভাটিয়ালি, বাউল ও পালাগানকে সমৃদ্ধশালী করতে অসামান্য অবদান রেখে গেছেন। লিপি সরকার তার মহৎ কর্মে আজীবন মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। একথা গুলো বলেন হবিগঞ্জ জেলা বাউল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ৷
প্রখ্যাত বাউল শিল্পী লিপি সরকারের স্মরণে ১২ আগষ্ট বুধবার বিকাল ৪টায় শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারের নিকটবর্তী হযরত সৈয়দ ফুল শাহ্ (রহঃ)’র মাজার প্রাঙ্গণে সদ্য প্রয়াত নরসিংদীর বাউল শিল্পী লিপি সরকারের স্মরণে ইউ.কে, বন্ধু মহল ও জালালী কাফেলা কর্তৃক আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
বিশিষ্ট সংগীত অনুরাগী শামীম আহমেদ এর সভাপতিত্বে, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমানের পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ বাউল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হবিগঞ্জ বাউল ফেডারেশনের মহিলা বিষয়ক সম্পাদিকা ও শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বাউল শিল্পী মুক্তা সরকার, বিশিষ্ট সাংবাদিক মোঃমাসুক ভান্ডারী, হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউকে’র উপদেষ্টা দবির ভান্ডারী, লেবু মিয়া, সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির প্রচার সম্পাদক গীতিকার তছির আলী, প্রবীণ বাউল শিল্পী রাজ্জাক সরকার, শিল্পী উজ্জল সরকার, মোহাম্মদ আলী, আবু সালেক শিল্পী আশরাফুল ইসলাম,জুয়েল আহমদ, শিল্পী রুনা সরকার, ঝুমুর রাণী, আক্কাস মিয়া, জজ মিয়া,সোহেল মিয়া বাউল শিল্পী, যন্ত্রিক শিল্পী সহ অসংখ্য ভক্ত আশেকান বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে পবিত্র মিলাদ মাহফিল পরিচালনা ও মোনাজাত পেশ করেন হযরত সৈয়দ ফুল শাহ্ (রহঃ)এঁর মাজারের খাদেম বিশিষ্ট মুরব্বি সৈয়দ শাহ্ ফরহাদ৷

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।