বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১২:১৬ অপরাহ্ন
(জাতীয় শোকের মাসের ১০ম দিনে
বঙ্গবন্ধুকে নিবেদিত শোকের ছড়া)
শোকে মাতোম
এম.আর.মনজু
আগষ্ট এলেই শোকে মাতোম
বাংলাদেশের ঘরে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
তোমায় মনে পড়ে।
আগষ্ট এলে আমরা সবাই
পালন করি শোক
বঙ্গবন্ধুর মৃত্যু দিবস
চীর অমর হোক।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।