মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১২:২০ পূর্বাহ্ন
জন্মদিনে
সুফিয়ান আহমদ চৌধুরী
জন্মদিনে ঝুমঝুমি
সাজে ঘর সাজে,
কেক কাটে মম জ্বলে
কী যে গান বাজে।
বাঁশি বাজে ছবি উঠে
হাসি খুশি সুখে,
চারপাশে সাথীজন
কত ফূর্তি মুখে।
চকচকে জামা গায়
সোনা মণি হাসে,
লাল ফিতে চুলে গুঁজে
স্বপ্ন রঙে ভাসে।
কত মজা জন্মদিনে
মন ভরে যায়,
সোনামণি খুশি মুখে
রাঙা চোখে চায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।