শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
সিলেট জকিগঞ্জ বিয়ানীবাজার রোডের বিভিন্ন অংশ পানিতে নিমজ্জিত

সিলেট জকিগঞ্জ বিয়ানীবাজার রোডের বিভিন্ন অংশ পানিতে নিমজ্জিত

নিউজ ডেস্ক ◾বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে সিলেট জকিগঞ্জ বিয়ানীবাজার রোড।ইতিমধ্যে বিভিন্ন স্থানে উঠে গেছে বন্যার পানি।

বিগত কয়েক দিনের প্রবল বৃষ্টি ও ঊজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারায় তীব্র গতিতে পানি বাড়িতে থাকে।পানি বাড়ার কারণে উভয় নদীর বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে।যার ফলে নদীর ডাইকের উপর দিয়ে পানি ঢুকতে থাকে।প্লাবিত হয় গ্রাম গঞ্জ।ডুবে যায় অনেকগুলো হাটবাজার।সেই সাথে গ্রামীণ রাস্তা ও জনপদ।

গতকাল বুধবার থেকে পানি উঠতে শুরু করে সিলেট জকিগঞ্জ বিয়ানীবাজার রোডের বিভিন্ন অংশ।বিয়ানীবাজার উপজেলার আলী নগর, চারখাই, দুবাগ ও শেওলা ইউনিয়নের বিভিন্ন অংশে পানি উঠতে থাকায় সিলেটের সাথে বিয়ানীবাজার ও জকিগঞ্জের সড়ক যোগাযোগ ব্যহত হয়।পানি এমন ভাবে বাড়তে থাকলে বিচ্ছিন্ন হয়ে পড়বে পূর্বাঞ্চলের সাথে সিলেটের সড়ক যোগাযোগ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।