বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকান্ড ; ট্রাইব্যুনালে বাবরসহ ১০ আসামি

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকান্ড ; ট্রাইব্যুনালে বাবরসহ ১০ আসামি

দর্পণ ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা এবং আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১০ আসামিকে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে তোলা হয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে চলছে এ মামলার কার্যক্রম।

এর আগে কড়া নিরাপত্তায় আদালত চত্বরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন। ২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড বিস্ফোরণে নিহত হন। এ ঘটনায় আহত হন ৭০ জন। এ ঘটনার পর একটি হত্যা মামলা ও অপরটি বিস্ফোরক আইনে মোট দুটি মামলা দায়ের করা হয়।

এ হত্যা মামলায় ১০ জনকে আসামি করা হয়। পরে ২০১১ সালে তদন্তের প্রেক্ষিতে আরও ২৬ জনকে আসামি করা হয়। পরে তৃতীয় দফায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবর, বিএনপি নেতা হারিছ চৌধুরী ও সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রায় ৩৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে দু’জন মারা গেছে।

অন্যদিকে ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে ওপর গ্রেনেড হামলায় দুটি মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।