বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
সদ্য প্রয়াত হযরত আল্লামা আহমদ শফী হুজুরের স্মরণে সিলেট নগরীতে শোকসভা ও দোয়া মাহফিল

সদ্য প্রয়াত হযরত আল্লামা আহমদ শফী হুজুরের স্মরণে সিলেট নগরীতে শোকসভা ও দোয়া মাহফিল

দর্পণ ডেস্ক : উপমহাদেশের বরেণ্য আলেমে দ্বীন, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা
আমীর চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক শায়খুল ইসলাম হযরত আল্লামা শাহ আহমদ শফী (রহ:) হুজুরের স্মরণে ২৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ ঘটিকায় সিলেট মহানগরীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ সিলেট সিটি করপোরেশনের বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের সম্মানিত সদস্য আব্দুল হাফিজ চৌধুরী কর্তৃক আয়োজিত তাঁর নিজ বাস ভবন নগরীর ১৮ নং ওয়ার্ডের বসুন্ধরা ২৫ শান্তি কুঞ্জ রায়নগর রাজবাড়ীস্থ উক্ত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন পীরে মুর্শিদ হযরত মাওলানা প্রয়াত আল্লামা আহমদ শফী হুজুরের অসংখ্য ভক্ত আশেকান ও শুভাকাঙ্ক্ষী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ রূহুল আমীন চৌধুরী,মোঃ শাজাহান চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম,মোঃ মোবারক হোসেন, বিশিষ্ট মুরব্বি আব্দুল জলিল সাহেব,
সহ আরো অনেকেই৷
অনুষ্ঠানে মোনাজাত পেশ করেন উপমহাদেশে শ্রেষ্ঠ প্রখ্যাত আলেমে দ্বীন সদ্য প্রয়াত আল্লামা হযরত আহমদ শফী হুজুরের সুযোগ্য শেষ খলিফা হযরতের শেষ খেলাপতি অর্জনকারী বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, হযরত শাহ্ পরাণ রহঃ জামে মসজিদের সাবেক খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা শায়েখ আব্দুল মতিন নবীগঞ্জী হুজুর৷
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“ইসলামী সমাজ ও সাংস্কৃতিক চেতনা সৃষ্টিতে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। ইসলামের বিভিন্ন বিষয়ে তিনি বহুমুখী অবদান রেখেছেন। আল্লামা হযরত আহমদ শফী হুজুর তাঁর আধ্যাত্মিক চিন্তা চেতনায় কোটি কোটি বাঙালীর হৃদয়ে অনন্তকাল ইতিহাস হয়ে থাকবেন৷এসময় হুজুরের শেষ খেলাফতি পাওয়া তাঁর অন্যতম শেষ শিষ্য আলহাজ্ব হযরত মাওলানা শায়েখ আব্দুল মতিন নবীগঞ্জী হুজুর আরো বলেন, আমাদের হযরত বিশ্ব বিখ্যাত আলেম ছিলেন। তিনি পুরো বিশ্বের ইসলামী চিন্তাবিদ ছিলেন। এত বড় একজন ওস্তাদুল ওলামাকে হারিয়ে আমরা আজ অসহায় ও শোকে কাতর । তিনি শুধু
আমাদের পরিবারের মুরব্বি ছিলেন তাই নয়, তিনি আমাদের সকলের মুরব্বি ছিলেন। উনার তরিকা অনুযায়ী কাজ করার চেষ্টা করবো,মহান আল্লাহ পাক যেন হযরতকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন৷

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।