বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক ◾ সিলেটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।নিহত চারজন‌ই লাখাইছড়া চা-বাগানের শ্রমিক।এর মধ্যে ৩ জন একই পরিবারের বলে জানা গেছে।তারা ঘর লেপার মাটি সংগ্রহ করে আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবদুল কাদির বলেন, ঘর পুনর্নির্মাণের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। টিলা অনেক উঁচু নরম থাকায় ধসে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলেই ওই চার নারীর মৃত্যু হয়।

নিহতরা হলেন হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা এ তথ্য নিশ্চিত করে
বলেন, দুর্গাপূজা উপলক্ষে ঘর লেপার জন্য মাটি আনতে গিয়েছিলেন ওই চার নারী। মাটি কেটে নেয়ার সময় টিলা ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।