শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
শাবি ছাত্রীর গোসলের দৃশ্য ধারণের অভিযোগ

শাবি ছাত্রীর গোসলের দৃশ্য ধারণের অভিযোগ

দর্পণ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও ধারণের অভিযোগ উঠেছে।

সিলেট নগরীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মেসে ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে গোসলের ভিডিও ধারণের চেষ্টা করে এক অজ্ঞাত ব্যক্তি । তবে এখনো তাকে শনাক্ত করা যায়নি।

জানা যায়, শুক্রবার (৫ মার্চ) রাতে গোসলের উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করেন ওই ছাত্রী। গোসলের এক পর্যায়ে ভেন্টিলেটরে মোবাইলের ফ্লাশ লাইট দেখে চিৎকার করে উঠেন তিনি। এ সময় ভিডিও ধারণকারী অজ্ঞাত ওই ব্যক্তি তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আমরা কয়েকজনের মোবাইল জব্দ করি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ভিক্টিম কেউই এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করে নি।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।