মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
মৌলভীবাজারে চশমা পরা হনুমান উদ্ধার

মৌলভীবাজারে চশমা পরা হনুমান উদ্ধার

দর্পণ ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চশমা পরা হনুমান উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় খবর পেয়ে বেঁধে রাখা চমশা পরা হনুমানটি উদ্ধার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

এর আগে শুক্রবার বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে লোকালয়ে বেরিয়ে আসে ওই হনুমানটি। গ্রামের সিরাজ মিয়া হনুমানটিকে দেখতে পেয়ে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

স্থানীয়রা জানান, ভাসানীগাঁও গ্রামে সিরাজ মিয়া শুক্রবার বিকালে চশমা পরা হনুমানটি নিজ বাড়ির পাশে দেখতে পান। লোকজনের সহযোগিতায় চশমা পরা হনুমানটিকে আটক করে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখেন তিনি।

শনিবার সন্ধ্যায় খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ভাসানীগাঁও থেকে চশমা পরা হনুমানটি উদ্ধার করে।

লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী জানান, আটক চশমা পরা হনুমানটিকে উদ্ধার করা হয়েছে। সেটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।