শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জে নিজস্ব ঠিকানা পাচ্ছে ৭৬ ভূমিহীন পরিবার

মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জে নিজস্ব ঠিকানা পাচ্ছে ৭৬ ভূমিহীন পরিবার

দর্পণ ডেস্ক : ভূমিহীন দের ঘর নির্মাণ করে দিতে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের চিকাডুপি, বল্লভপুর গ্রাম পরিদর্শন করলেন সুনামগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। শনিবার পরিদর্শনকালে তিনি গ্রামের মানুষের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

উক্ত গ্রামসমূহে প্রায় ৭৬টি পরিবার ভূমিহীন অবস্থায় আছে। অবহেলিত এই জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ভূমি ও ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে এই গ্রামের অনেকেই বীর মুক্তিযোদ্ধাদের নৌকার মাঝি হিসেবে কাজ করে সহযোগিতা করেছেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মুক্তাদির হোসেন, সিনিয়র সহকারী কমিশনার মো, আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিরাইসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।