শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
মিলাদ গাজী এমপির প্রচেষ্টায় বাহুবলে ৩২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে প্রায় ২৬ কোটি টাকা বরাদ্দ।

মিলাদ গাজী এমপির প্রচেষ্টায় বাহুবলে ৩২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে প্রায় ২৬ কোটি টাকা বরাদ্দ।

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মানে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নেও কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এরি ধারাবাহিকতায় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) অাসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপির প্রচেষ্টায় বাহুবল উপজেলার ৩২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলমান। যার সর্বমোট নির্মান ব্যায় হবে ২৫কোটি ৯১ লক্ষ ১২ হাজার ৬৫ টাকা।

বরাদ্দ তালিকায় থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হলোঃ ১। যশমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৪২,১৯,২০০ টাকা। ২। বড়ি কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৭৪,২৭,১০০ টাকা। ৩। হাবিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৯৮,৫৬,৭৯৪টাকা। ৪। হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৪৯.৫৬,৫০০টাকা। ৫। শিমুলিয়াম সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৪২,১৯,২০০টাকা। ৬। হারাইটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ১,২০,৮১,৬৮২ টাকা। ৭। ভেড়াখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ১,৩০,৫৭,২৬৪ টাকা। ৮। খড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৭৭,৮৫,৭৫৭ টাকা। ৯। কোটান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৭৫,৬০,৬২৮ টাকা। ১০। নিচগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৮৭,৪৭,৬৬৩ টাকা। ১১। অাব্দাপুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৯৬,১৪,৬৩৭ টাকা। ১২। অাব্দুস শহীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৮৪,৯২,০৬৪ টাকা। ১। ভূলকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৯৮,৪৫,২০৫ টাকা। ১৪। হরিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৮৪,৯২,০৮৩ টাকা ১৫। পূর্বজয়পুরসরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৮৭,৪৮,৮৪৩ টাকা। ১৬। পশ্চিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৭৫,৪১,০৮১ টাকা। ১৭। রোয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৬৭,৫১,৪৪৭ টাকা। ১৮। করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৬৬,৩৩,২৮৪ টাকা। ১৯। রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৪২,১৯,২০০ টাকা। ২০। চকহায়দর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৯৭,৪৫,২৫৭ টাকা। ২১। অাদিত্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৫৩,১৯,২০০ টাকা ২২। বাগদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৫২,১৮,২০০ টাকা। ২৩। লামাতাশি সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৪২,১৯,২১৭ টাকা। ২৪। খাড়াউড়া-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ২,১০,৮১,৬৮২ টাকা। ২৫। বালিচাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,যার নির্মান ব্যয় ১,১৪,৯৩,৮৩৯ টাকা। ২৬। কালাখাইরোল সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৮০,৭২,৯৪৮ টাকা। ২৭। মিজাটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৮৩,৩০,৫৫৭ টাকা। ২৮। মহব্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৮৩,০৭,৫১৩ টাকা। ২৯। শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ১,০৪,৫১,৩৩৯টাকা। ৩০। চক্রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ১,১০,২৬,৬৪৮ টাকা। ৩১। গোহারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৭৯,৭৭,২৫৭ টাকা। ৩২। ধনিয়াখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, যার নির্মান ব্যয় ৭৩,১৬,৬৩৮ টাকা। সবমোট নির্মাণ ব্যয় হবে ২৫কোটি ৯১লক্ষ১২হাজার ৬৫ টাকা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।