মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
ভারতে ১৪ দিনে ১২ বার দাম বাড়লো পেট্রোল-ডিজেলের

ভারতে ১৪ দিনে ১২ বার দাম বাড়লো পেট্রোল-ডিজেলের

নিউজ ডেস্ক ◾ভারতে ১৪ দিনে ১২ বারের মতো দাম বাড়ল জ্বালানি তেলের। রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম হয়েছে ভারতীয় মুদ্রায় ১০৩ টাকা ৮১ পয়সা,যা আগের দিন ছিল ১০৩ টাকা ৪১ পয়সা। এ নিয়ে গত ১৪ দিনে পেট্রোলের লিটারপ্রতি দাম বাড়ল ভারতীয় মুদ্রায় ৮ টাকা ৪০ পয়সা। আজ সোমবার ডিজেলের দাম লিটারে ৯৫ টাকা ৭ পয়সা থেকে বেড়ে ৯৫ টাকা ৬৭ পয়সা হয়েছে।

দিল্লির খুচরা জ্বালানি বিক্রেতাদের মূল্য তালিকার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলেছে, সারাদেশেই জ্বালানির দাম বেড়েছে। তবে রাজ্য সরকারের নির্ধারিত ট্যাক্স যোগ হওয়ার পর রাজ্য থেকে রাজ্যে দামের কিছুটা হেরফের আছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতায় সোমবার ৪২ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারে ১১৩ টাকা ৪৫ পয়সা। পেট্রোলের দামের ক্ষেত্রে যা রেকর্ড। রেকর্ড গড়ার পথে ছুটছে ডিজেলও। আগের দিনের চেয়ে ৪০ পয়সা বেড়ে আজ ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ২২ পয়সায়।

সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ার এই গতি নজিরবিহীন। শিল্পপতি থেকে আমজনতা সবারই প্রশ্ন, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে দাম?

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।