শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
ব্যারিস্টার মোজাক্কিরের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন

ব্যারিস্টার মোজাক্কিরের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন

ফারজানা বৃষ্টি : বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মো: মোজাক্কির হোসাইনের পিতা হবিগন্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামের অধিবাসী আবদুল মুকিত (উপরি মিয়া) গতকাল ২৫ নভেম্বর সন্ধ্যা ৬ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি……….রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আজ ২৬ নভেম্বর সকাল ১১ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন তার সুযোগ্য ছেলে ব্যারিস্টার মো: মোজাক্কির হোসাইন। জানাজার নামাজে সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গ অংশ গ্রহণ করেন।

শোক প্রকাশ :
শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী খান, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল ফজল, সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা.খালেদ মোহসিন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হার্ট বিশেষঞ্জ হাবিবউল্লাহ সেলিম, ব্র্যাক ব্যাংক লি. রিজিওনেল হেড ঢাকা মোহাম্মদ আব্দুল আজিজ, নবীগঞ্জ উপজেলার প্রথম পত্রিকা মাসিক গোপলা’র উপদেষ্টা কাজী শাহেদ বিন জাফর, প্রধান সম্পাদক মো: মোশাররফ হোসেন, সম্পাদক মিজান মোহাম্মদ প্রমুখ। সমিতির নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।