বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বিয়ানীবাজারে সরকারি স্টিপ বাগান ধ্বংস করে বিদ্যুৎ খুটি স্থানান্তরের অভিযোগ

বিয়ানীবাজারে সরকারি স্টিপ বাগান ধ্বংস করে বিদ্যুৎ খুটি স্থানান্তরের অভিযোগ

দর্পণ ডেস্ক : বিয়ানীবাজারে সরকারি স্টিপ বাগান ধ্বংস করে বিদ্যুতের খুটি স্থানান্তরের অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, বিয়ানীবাজারের শেওলা জকিগঞ্জ রাস্তার বিয়ানীবাজার অংশের খাড়াভরা বাজার সংলগ্ন ২টি বিদ্যুতের খুটি স্থানীয় এক দালালের মাধ্যমে স্থানান্তর কাজ শুরু হয়েছে। এতে করে সিলেট বন বিভাগের মাধ্যমে স্থাপিত স্টিপ বাগানের অসংখ্য গাছ নির্মূল হয়ে যাবে।বিদ্যুতের মেইন লাইনের ২টি খুটি স্থানান্তর করা হলে আনুমানিক ৬/৭ লাখ টাকার গাছ ধ্বংস হয়ে যাবে বলে স্থানীয়দের অভিযোগ। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।

তাই পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদে শেওলা জকিগঞ্জের মেইন রোডের বিদ্যুতের খুটি স্থানান্তর না করে যে অবস্থায় ছিল এ ভাবেই রাখার জন্য বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় ডি জি এম বরাবর আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।