বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বায়ান্ন টিভির আনন্দ ভ্রমণ সম্পন্ন

বায়ান্ন টিভির আনন্দ ভ্রমণ সম্পন্ন

 

২০০৬ সাল থেকে শুরু হওয়া এই লোক উৎসবের ১৭ তম আয়োজন ছিল এবার।দুইদিন ব্যাপী উৎসবে স্থানীয় বাউল শিল্পীদের পাশাপাশি দেশের খ্যাতনামা শিল্পীরা বাউল করিমের গান ও স্মৃতিচারণ করেন।গানে গানে মাতিয়ে তুলেন ঢাকা,সিলেট সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত গুনি শিল্পীরা।ধল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় দর্শকদের উপস্থিতিতে।প্রায় পঞ্চাশ হাজার লোকের সমাগম গঠে লোক উৎসবে।প্রশাসনের উপস্থিতি সহ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের আনাগোনাও পরিলক্ষিত হয়।এ যেনো এক প্রাণের মিলন মেলা ঘটে।হাজার হাজার লোকের করতালি ও শ্লোগানে মুখরিত হয়ে উঠে এখানকার আকাশ বাতাস,যেনো এক প্রাণের সঞ্চার।গান গেয়ে স্টেজ কাঁপান বাউল সম্রাট আব্দুল করিমের সুযোগ্য পুত্র নুর জালাল,নাতি বাউল ফুরুক সরকার,বাউল ফয়ছল,বাউল সিরাজ মিয়া,বাউল হারুন সরকার,বাউল আব্দুল কাইয়ুম,শিল্পী তৃষা মল্লিক,বাউল রমেশ ঠাকুর,লেখক ওয়াহিদ,বাউল মশাহিদ,বাউল বাবুল,বাউল আজমল,শিল্পী অপু,শিল্পী আশিক,শিল্পী হেলন,শিল্পী আঁখি প্রমুখ।

বায়ান্ন টেলিভিশন সিলেট বিভাগ এর আয়োজনে একটি টিম আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে ১৪ মার্চ রবিবার সন্ধায় সিলেট থেকে উজানধলে পৌঁছেন।বায়ান্ন টেলিভিশন এর সিলেট ব্যুরো প্রধান কবি নূরুদ্দীন রাসেল এর পরিচালনায় ও সঙ্গীতশিল্পী তৃষা মল্লিক এর নেতৃত্বে এ আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন-কাজী সজিব আহমদ তালুকদার,মোছা.নাঈমা বেগম,মৃধুল মল্লিক,মো.আব্দুর রব খিজির,মো.আজির উদ্দিন,আমিনুর রহমান,শাহিনুর রহমান,ছাইফুর রহমান প্রমুখ।

অনুস্টানের ফাঁকে বায়ান্ন টেলিভিশন এর ভ্রমণ টিম বাউল করিমের বাড়ীতে যান এবং পরিবার পরিজনদের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।এসময় বাউল নুর জালালের চমৎকার আপ্যায়নে মুখরিত হয়ে উঠে পরিবেশ।নেতৃবৃন্দ বাউল করিমের জাদুঘর,সংগীতালয় সহ দর্শনীয় স্থান ও বাদ্যযন্ত্রগুলো পরিদর্শন করেন এবং চমৎকার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

জাদুঘরে অবস্থান করে নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি দৃস্টি আকর্ষণ করে বক্তব্যে বলেছেন,আগে তত্ত্বপ্রযুক্তির যুগ ছিলোনা,বাউল করিম অনেক কস্ট করেছেন,এখন দেশ অনেক উন্নত,ডিজিটাল এবং উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ,এই সময়ে বাউল করিমের পরিবার কস্ট করে দিন কাটাক তা করিম প্রেমী লক্ষ কোটি জনতা মানবেনা,বাংলাদেশ সরকার বাউল করিমের পরিবারের প্রতি আরো গভীর আন্তরিক এবং আর্থিক সহ সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করার অনুরোধ জানান।এমন বরেণ্য ব্যক্তির পরিবার পরিজন যাতে সরকারি উল্লেখযোগ্য সহযোগীতা পান এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।