শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বাংলাদেশের ইন্টারনেট গতি পাকিস্তান-ভারত-নেপাল থেকে পিছিয়ে

বাংলাদেশের ইন্টারনেট গতি পাকিস্তান-ভারত-নেপাল থেকে পিছিয়ে

দর্পণ ডেস্ক : দক্ষিণ এশিয়ায় মোবাইল ইন্টারনেট গতিতে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ওকলা’র স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে শুধুমাত্র আফগানিস্তান আছে বাংলাদেশের পরে।  বাংলাদেশ পিছিয়ে আছে পাকিস্তান, নেপাল ভারত ও শ্রীলঙ্কার থেকেও।

অন্যদিকে ব্রডব্র্যান্ডের গতির ক্ষেত্রে বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭৫টি দেশের মধ্যে ৯৮তম। এ ক্ষেত্রে অবশ্য নেপাল (১১৩), পাকিস্তান (১৫৯) বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও ভারত (৭০) এগিয়ে।

ওকলা’স স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স মতে, গত সেপ্টেম্বরে বাংলাদেশে মোবাইল ডাটার ডাউনলোড গতি ছিল প্রতি সেকেন্ডে ১০ দশমিক ৭৬ মেগাবাইট (এমবিপিএস)। যেখানে বিশ্বে গড় গতি ছিল ৩৫ দশমিক ২৬ এমবিপিএস।

মোবাইল ইন্টারনেট গতির হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ সবার ওপরে। তালিকায় ৫৭তম অবস্থানে থাকা মালদ্বীপে ডাউনলোডের গতি ৩৫ দশমিক ৭০ এমবিপিএস, যা বৈশ্বিক গড় গতির চেয়ে সামান্য বেশি।

এরপর রয়েছে শ্রীলঙ্কা (১০২), সেখানে মোবাইল ইন্টারনেটের গতি ১৯ দশমিক ৯৫ এমবিপিএস। পাকিস্তানে (১১৬) গতি ১৭ দশমিক ১৩ এমবিপিএস, নেপালে (১১৭) গতি ১৭ দশমিক ১২ এমবিপিএস, ভারতে (১৩১) গতি ১২ দশমিক ৭ এমবিপিএস এবং আফগানিস্তানে (১৩৮) মোবাইল ইন্টানেটের গতি ৭ দশমিক ২৬ এমবিপিএস।

অন্যদিকে ব্রডব্র্যান্ড ইন্টারনেট গতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিছুটা ভালো। ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।