শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বসন্ত-ভালোবাসায় ডাকছে শিমুল বাগান

বসন্ত-ভালোবাসায় ডাকছে শিমুল বাগান

দর্পণ ডেস্ক : মহামারি করোনার ভাইরাসের কারণে থমকে যাওয়া প্রাণ এবং প্রকৃতি ফের পুরনো রূপে ফিরতে শুরু করেছে। দীর্ঘ এক বছরের ভয়-ভীতি, উৎকণ্ঠা কাটিয়ে উঠছে মানুষ। এসেছে করোনা ভাইরাসের টিকা, চলছে প্রয়োগ। এতে দমবন্ধ পরিবেশের সমাপ্তি ঘটতে শুরু করেছে। প্রকৃতিতেও এসেছে পরিবর্তন।

এই পরিবর্তনের মধ্যেই রোববার ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঋতুরাজ বসন্ত মাস। এদিন আবার বিশ্ব ভালোবাসা দিবস। এ দুইয়ে মিলে এবার উৎসব হবে, প্রাণে প্রাণে মিলবে প্রাণ। ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। গাঁদা ফুলের রঙেই সাজবে তরুণীরা। পরবে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুঁজবে ফুল, মাথায় টায়রা আর হাতে পরবে কাচের চুড়ি। তরুণরাও বাসন্তী রঙের পাঞ্জাবি বা ফতুয়া পরে নামবে বাংলার পথে-ঘাটে। আর পথে-ঘাটে নামা তরুণ-তরুণীদের ডাকছে তাহিরপুরের শিমুল বাগান। বাগানের প্রতিটি গাছে এসেছে ফুল। বেড়েছে সৌন্দর্য। সব মিলিয়ে শীতের আড়ষ্ঠতা ভেঙে বসন্ত আর ভালোবাসায় ডাকছে শিমুল বাগান।

এমনিতেই বসন্ত এলেই প্রকৃতি নিজ রূপে সেজে উঠে। হয়ে উঠে প্রাণচাঞ্চল্য। এবারও তার ব্যতিক্রম নয়। এবার যেন প্রকৃতি একটু বেশিই সেজেছে। ভেঙেছে শীতের আড়ষ্টতা। গাছে গাছে এসেছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিময় বাতাস জানান দেয় নতুন লগ্নের।ফাল্গুনের আগমনে পলাশ, শিমুল গাছে লেগেছে আগুনে খেলা।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে ২ হাজার ৪ শতক জমিতে গড়ে উঠা শিমুল বাগানের প্রতিটি গাছে এসেছে ফুল। রূপ আর সম্পদের নদী যাদুকাটার তীরে ঘেঁষে গড়ে ওঠা এই শিমুল বাগানই দেশের সবচেয়ে বড় শিমুল বাগান।দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত নদী যাদুকাটার তীরে ঘেঁষে উঠা শিমুল বাগানে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ফুল ফুটতে শুরু করে। লাল ফুলের কারণে পুরো এলাকায় হয়ে উঠেছে রক্তিম আভা।ওপারে ভারতের মেঘালয় রাজ্যে, মাঝে সৌন্দর্যে ষোলো কলায় পরিপূর্ণ যাদুকাটা নদী, এপারে শিমুল বাগান। সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। লাল পাপড়ি মেলে থাকা রক্তিম আভায় যেন পর্যটকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

এদিকে ফাগুন আসার আগে আগেই স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে তাহিরপুরে পর্যটকরা আসতে শুরু করেছেন। আসছেন পরিবার, বন্ধু-বান্ধব, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এতে বেড়েছে পেশাদার ফটোগ্রাফারদের ব্যস্ততা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।