বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
প্রধান মন্ত্রীর কাছে একটি ঘর চান অসহায় লেচু বিবি

প্রধান মন্ত্রীর কাছে একটি ঘর চান অসহায় লেচু বিবি

বিশেষ প্রতিবেদন : সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামের সবচেয়ে অসহায় মানুষ হচ্ছেন লেচু বিবি।তিনি মাননীয়া প্রধান মন্ত্রীর নিকট একটি ঘর চান।

খাড়াভরা গ্রামের মৃত কালা মিয়ার মেয়ে লেচু বিবির বয়স ৬০ এর উপরে।তার নিজের কোন ঘরবাড়ি নেই।প্রায় ৩০ বছর থেকে স্বামী পরিতাক্তা হিসেবে আছেন।জন্মভূমিতে শুধু তিনি ছাড়া তার আর কেহ নেই।২০০৮ সালে জাতীয় পরিচয় পত্র করেছিলেন, কিন্তু পরিচয় পত্র কোথায় কার বাড়ি রেখেছেন নিজেই ভুলে গেছেন। তিনি জানান, পরিচয় পত্র না থাকার কারনে স্বামী পরিতাক্তা ভাতা,বয়স্ক ভাতা সহ সকল সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছেন।

তিনি প্রধান মন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর থেকে বঞ্চিত হতে চাননা।তিনি প্রধান মন্ত্রীর কাছে শেষ বয়সে শুধু একটি ঘর চান।একটি ঘরের জন্য তিনি প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণে সকলের সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।