শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় নির্বাচন ১৬ জানুয়ারি

দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় নির্বাচন ১৬ জানুয়ারি

দর্পণ ডেস্ক : দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। আর ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। আর ব্যালটের মাধ্যমে ভোট হবে ৩২টি পৌরসভায়।

এর আগে প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করে ইসি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।