শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
দুই শিশুকে ঘরে ফেরাতে মধ্যরাতে বসল হাইকোর্ট

দুই শিশুকে ঘরে ফেরাতে মধ্যরাতে বসল হাইকোর্ট

দর্পণ ডেস্ক : টেলিভিশনে টকশো দেখে মধ্যরাতে আদালত বসিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দেওয়ার পর ঘরে ঢুকতে পারলো দুই শিশু। আদালতের আদেশের পর সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর দুই নাতিকে বাসায় দিয়ে এসেছে পুলিশ। শনিবার রাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, একাত্তর টিভিতে শিশু অধিকার নিয়ে এক আলোচনায় জানা যায় সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতিকে বাসায় ঢুকতে দিচ্ছেন না তাদের চাচা। ওই আলোচনায় উপস্থিত ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি বলেন, একাত্তর জার্নালে একটি অনুষ্ঠানে শিশু অধিকার নিয়ে আলোচনায় আমি যুক্ত ছিলাম। সেখানে জানতে পারি সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কে এস নবীর দুই নাতিকে বাসায় ঢুকতে দিচ্ছেন না তাদের চাচা। থানায় গিয়েও ফেরত আসতে হয়েছে শিশু দুটিকে। থানা থেকে তাদের কোর্টে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।