শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
তুরস্ক উপকূলে বোটডুবি; ছয় জনের লাশ উদ্ধার

তুরস্ক উপকূলে বোটডুবি; ছয় জনের লাশ উদ্ধার

দর্পণ ডেক্স : বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসী বহনকারী একটি বোট ডুবেছে তুরস্ক উপকূলে। এতে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। এ সময় ওই বোটে অন্তত ৫৫ জন আরোহী ছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোয়লু এ খবর নিশ্চিত করে বলেন, তুরস্কের পূর্ব উপকূলে লেক ভ্যানে ওই বোটটি ডুবে যায়। সিএনএন তুর্ক’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন মিডল ইস্ট মনিটর। মন্ত্রী সোয়লু বলেছেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ওই লেকটি ইরান সীমান্তের কাছে। সেখান থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীরা তুরস্কের দিকে পাড়ি জমায়। এর আগে ডিসেম্বরে ওই লেকে একটি বোট ডুবে যায়। এতে মারা যান ৭ জন। উদ্ধার করা হয় ৬৪ জনকে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।