বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
জেলা পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার ওয়ার্ডে নতুন মুখ আসার সম্ভাবনা বেশি

জেলা পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার ওয়ার্ডে নতুন মুখ আসার সম্ভাবনা বেশি

নিউজ ডেস্ক ◾আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন।এ নির্বাচনে ৮ নং ওয়ার্ড বিয়ানীবাজার থেকে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৯ জন।কে হচ্ছেন আগামীর জেলা পরিষদ সদস্য!? এই নিয়ে ভোটারদের বাহিরেও চলছে হিসাব নিকাশ।

বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে ভোটারদের অভিমত ও সাধারণ মানুষের উন্মুক্ত মন্তব্য  নিয়ে তৈরি প্রতিবেদন বিশ্লেষণ করে পরিবর্তনের আভাস পাওয়া গেছে।ভোটাররা বলছেন,নতুন মানুষের কাছে নতুন কিছু আশা করা যায়।তাই নতুনত্বের প্রতি ঝুক বেশি ভোটারদের।কিন্তু নতুন এই মুখ কে হতে পারেন।সে বিষয়ে একাধিক প্রার্থীর নাম চলে আসায় এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছেনা কে হচ্ছেন আগামী দিনের সদস্য।

উল্লেখ্য, বিয়ানীবাজার ওয়ার্ডে মোট ৯ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন সদ্য সাবেক সদস্য নজরুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহমদ আলী,প্রভাষক আরবাব হোসেন খান, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, খছরুল হক খছরু,আলী আহমদ, আলিম উদ্দিন সুমন ও ময়েজ সেট।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।