শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
জনগণের দোরগোড়ায় শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে দেয়াই আমার কাজ ; মিলাদ গাজী

জনগণের দোরগোড়ায় শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে দেয়াই আমার কাজ ; মিলাদ গাজী

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়ন ও কালিয়ারভাঙ্গা ইউনিয়নের হাওয়ড় বেষ্টিত জনপদের মানুষের বহু কাঙ্খিত বিজনা ব্রীজ বাস্তবে রূপলাভ করায় উচ্চস্বিত হচ্ছেন দুই এলাকার প্রায় বিশ হাজার জনগন।এ দুই এলাকার মানুষ ছাড়াও পাশ্ববর্তী বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন ও বানিয়াচং উপজেলার সাথে এই এলাকার জনপদের সহজ যোগাযোগ তৈরি হবে বিজনা নদীর উপর নির্মিত এ ব্রীজের মাধ্যমে।তাছাড়া হাজার হাজর একর ফসলী জমির চাষাবাদ ও জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে এ ব্রীজ। প্রায় সাড়ে সাত কিঃমিঃ দীর্ঘ ইমামবাড়ী বুড়িনাও সড়কের উপর নির্মিত এ ব্রীজ পরিবহন যোগাযোগ, কৃষি ব্যবস্থার সহজীকরণ,মৎস্যসহ হওয়ড়পাড়ের মানুষকে শিক্ষাক্ষেত্রেও অভাবনীয় সুযোগ তৈরি করে দিবে।
তিন কোটি পঞ্চান্ন লক্ষ টাকায় নির্মিত হচ্ছে এ ব্রীজ।
গতকাল নবীগঞ্জ -বাহুবল আসনের মাননীয় সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থানের মাধ্যমে ব্রীজটির নির্মাণ কাজ উদ্বোধন করেন।এলাকাবাসীর উদ্যোগে অায়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন ব্রীজ নির্মাণের সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ শুরু হবে ইনশাআল্লাহ।মোঃ ইজাজুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-অনু আহমেদ, বাজিদ উল্লাহ মেম্বার, মনসুর আলম,মুহিত মিয়া মেম্বার,বীর মুক্তিযোদ্ধা ধনেশ্বর বিশ্বাস মেম্বার,বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া,আব্দুল আউয়াল, তাহির উদ্দিন, মোহাম্মদ মহসিন শামীম,আব্দুল কদ্দুছ, আঃ হাই, আঃ ওয়াদুদ,বিপলু সরকার,বিরেন্ড সরকার, শাহ তোফাজ্জল হোসেন,প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।