বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
গোয়াইনঘাটে ২৬৪ বোতল মাদক উদ্ধার করেছে পুলিশ

গোয়াইনঘাটে ২৬৪ বোতল মাদক উদ্ধার করেছে পুলিশ

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাহাড়ি তথা সীমান্তবর্তী এলাকা জুড়ে চলছে মাদকের দুমদাম ব্যবসা।এলাকা এমনকি সমস্ত উপজেলা জুড়ে এর আকার ধারণ করেছে তীব্র থেকে তীব্রতর।
করোনার কারণে মাদক ব্যবসায়ীরা যেন আর দেউলিয়া হয়ে উঠেছে।পুলিশের একাদিক অভিযানে অল্পবয়সী তরুণ ও যুবকদের আটক করা হলেও যেন বেড়েই চলছে মাদকের প্রসারতা।শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দিন থেকে বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী এই অপরাধ মুলক কর্মে জড়িয়ে পড়ছে।
এদিকে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন ১৩ আগস্ট রাতে পুলিশ মাদক উদ্ধারের জন্য ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের পান্থুমাই টিক্কার চর এলাকায় অভিযান চালায় ।
পুলিশ একের পর এক রাতের অন্ধকারে ঘুটেঘুটে মাদকব্যবসায়ীদের তাড়া করে আসছে।তাদের অভিযানে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী আগে ছিলো পেশাদার ডাকাত।
পুলিশের এই অভিযানে আব্দুল আহাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সহযোদ্ধা এসআই যীশু দত্ত,মাসুম, এ এস আই মশিউর ও কনস্টেবল কামালকে।
অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন ২৬৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য ২,৬৮,৪০০ টাকা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।