শুক্রবার, ০১ Jul ২০২২, ০৪:০১ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : বর্তমান সরকারের আমলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নয়নশীল দেশের কাতারে। তবে মুদ্রার উল্টা পিঠও আছে।
নতুন খবর হচ্ছে, প্রধানমন্ত্রীর উদ্বোধনের ১২ দিনের মা’থায় (বুধবার) বরগুনার তালতলী উপজে’লার বেহেলা গ্রামের স্বামী পরিত্যক্তা উর্মিলা রাণী (৭১) নামে এক না’রীর নির্মাণাধীন বসতঘরেরর দেয়াল ভে’ঙে পড়েছে।
স্থানীয়রা অ’ভিযোগ করে বলেন, গৃহ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে ও সিমেন্ট কম দিয়ে মিস্ত্রিরা কোনোরকমে ঘর তৈরি করে দিচ্ছেন। এ জন্যই বার বার দেয়াল ভে’ঙে পড়ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।