বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে মাহিম নামের ২৩ দিন বয়সী এক শিশু চুরি হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া শিশু উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলামের ছেলে।
শিশু ফাহিমের মা শারমিন জানান, ঠান্ডাজনিত কারণে ৬ দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দুপুরে শিশুর কাপড় ধোয়ার জন্য বাইরে যান। পরে এসে দেখেন, ছেলে মাহিম নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
মা শারমিনের অভিযোগ, শিশু ওয়ার্ডের চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে তার সন্তান হারিয়ে গেছে।
এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পরই পুলিশকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।