বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
তিনি জানান, ওসি শেখ নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কোন কিছু জানা যায়নি। তবে একটি বিশ্বস্থ সূত্র জানায়, ওসি শেখ নাজমুল হক আজমিরীগঞ্জ থানায় দায়িত্বকালীন সময়ে একটি মামলা সংক্রান্ত ঘটনা নিয়েই তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও চুনারুঘাটেও দায়িত্বকালীন থাকা সময়ে নানান অভিযোগ উঠে ওসি’র বিরুদ্ধে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।