রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জ থেকে প্রচারিত শীর্ষ অনলাইন নিউজ পোর্টালগুলোর সম্পাদকদের নিয়ে ‘হবিগঞ্জ অনলাইন সম্পাদক পরিষদ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের আমীর চাঁন কমপ্লেক্সের ‘স্কাই কুইন’ রেস্টুরেন্টে অনলাইন নিউজ পোর্টালগুলোর সম্পাদকদের এ সভা অনুষ্ঠিত হয়। সভার মাধ্যমে ‘হবিগঞ্জ অনলাইন সম্পাদক পরিষদ’ অনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
সভায় উপস্থিত ছিলেন, করাঙ্গীনিউজ’র সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুক, তরঙ্গনিউজ’ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক শিব্বির আহমেদ আরজু, হবিগঞ্জ জার্নালের সম্পাদক সিরাজুল ইসলাম জীবন, দৈনিক শায়েস্তাগঞ্জের এসএইচ টিটু, দিনরাতনিউজ’র সম্পাদক কাজল সরকার ও প্রকাশক আমীর হামজা।
সভা শেষে সভার সিদ্ধান্ত মতে দিনরাতনিউজ’র সম্পাদক কাজল সরকারকে সভাপতি ও হবিগঞ্জ জার্নালের সম্পাদক সিরাজুল ইসলাম জীবনকে সাধারণ সম্পাদক করে ‘হবিগঞ্জ অনলাইন সম্পাদক পরিষদ’র কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।