বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন
হহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে ও শায়েস্তাগঞ্জে এক যুবক ও যুবতী বিষপানে আত্মহত্যা করেছে।
জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের তীকর মহল্লার বাসিন্দা আসমত আলীর পুত্র খোকন মিয়া (২০) গত বুধবার রাতে বিষপান করে চটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে রাত ১২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অপর দিকে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের শেরপুর গ্রামের আব্দুস সোবহানের কন্যা রহিমা আক্তার (২২) বিষপান করে চটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে বিকেলে সে মারা যায়।
পরিবার সূত্রে জানা গেছে, একই এলাকার মকছুদ মিয়ার পুত্র রণির সাথে রহিমার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন দাম্পত্য জীবন সুখ শান্তিতে কাটে। সম্প্রতি তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এ কারণে হয়তো সে আত্মহত্যা করে।
হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ দুইটির ছুরতহাল রিপোর্ট তৈরী করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।