বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৫০ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাসপাতাল সড়কস্থ পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন শাহেদের মালিকানাধীন মার্কেটের দুই দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কয়েক লাখ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে।
বুধবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করে মোশাররফ হোসেন শাহেদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরেরা কৌশলে উপরের টিন কেটে মোজাম্মেল হকের আরবি এন্টারপ্রাইজ ও লিটনের ভাই ভাই এন্টারপ্রাইজে প্রবেশ করে চুরি সংঘটিত করে। সকালে বিষয়টি জানার পর শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, জনপ্রতিনিধিরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরিসহ অপরাধ দমনে তারা রাতদিন কাজ করছেন। পাহারাদার না থাকায় চুরি সংঘটিত হয়েছে। চুরির ঘটনায় পুলিশ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে মার্কেটের পক্ষ থেকে থানায় লিখিত কোন অভিযোগ দেওয়া হয়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।