বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : স্ত্রীকে মারধর করে শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই, এমন অভিযোগ তুলে গত ১ ফেব্রুয়ারী লালমনিরহাটের হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন নাছির উদ্দিন নামে এক ব্যক্তি। তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন জামাই এমদাদুল।
শ্বশুর নাছির উদ্দিনের বাড়ি পাশ্বর্বতী নীলফামারী জেলার ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি এলাকায়। জামাই এমদাদুল (এনদা) একই এলাকার তরিফ উদ্দিনের পুত্র।
নাছির উদ্দিনের অভিযোগ, গত ২২ জানুয়ারী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অবস্থানরত তার স্ত্রী আহিতন নেছাকে নিয়ে পালিয়ে যায় মেয়ে জামাই এমদাদুল। এমদাদুলের স্ত্রী নাজলী বেগমের অভিযোগ, তার মায়ের সাথে তার স্বামীর অবৈধ সর্ম্পক। ওই সর্ম্পকের প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়েছে। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারী হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তারা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।