বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : সিলেট রাজা জিসি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিয়ানীবাজার উপজেলার মেওয়া পশ্চিম (মাজর বাড়ি)নিবাসী জনাব হাজী নজরুল ইসলাম চৌধুরী(নজু স্যার )আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিট এর সময় উনার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য তিনি দুবাগ উচ্চ বিদ্যালয়ের (দুবাগ স্কুল এন্ড কলেজ) প্রয়াত শিক্ষক জনাব নুরুল ইসলাম চৌধুরী সুহাগ স্যারের ছোটভাই।তিনি একাধিক গ্রামার গ্রন্থের প্রণেতা।তিনি শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক ছিলেন।তিনি ছিলেন দুবাগ ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি।
মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৫.০০টায় মেওয়া ত্রিমুখী জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।