বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পূর্বাহ্ন
দর্পণ ডেক্স : জরুরী মেরামত কাজের জন্য সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু চারদিন বন্ধ থাকবে। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।
সওজ বিভাগ সকল প্রকার যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন তিনি।
নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, আগামী ৩ জুলাই ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে।
মেরাতম কাজ চলাকালে সেতু দুটির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এরজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।