রবিবার, ২৮ মে ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
মিজান মোহাম্মদ : সিলেট জেলা মটর মেকানিক ইউনিয়ন (রেজি:নং চট্ট২৬২৪) চালি বন্দর শাখার এক সাধারণ সভা ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টায় শহরের চালিবন্দরস্থ কার্যালয়ে শাখার সভাপতি আবু হানিফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আব্দুল মুকিতের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন সিলেট জেলার সহ-সভাপতি রতন কুমার সিনহা, অজিত রায় ভজন, আফতাব উদ্দিন, ময়না মিয়া, আবুল হোসেন, শাহীন আহমদ, লিয়াকত আলী, মুহাম্মদ তাজউদ্দিন, হেলাল আহমদ, স্বপন ভৌমিক, মোহাম্মদ রাজ্জাক শেখ, হারুন মিয়া, দিলোয়ার হোসেন, কয়েছ মিয়া, নূর কালাম, নিখিল কর, রাসেল আহমদ, সেলিম আহমদ, জুবের আহমদ, বেলাল আহমদ, রজব টিপু, আব্দুল আলিম, অর-কুমার, ইয়াহহিয়া আহমদ, সামসুল আলম সুহেল, সুহেল আরমান, মতি কর, শাহজাহান প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।