রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন মজুমদারি থেকে ১৫৫২ পিস ইয়াবাসহ শিবলু আহম্মেদকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৯ । গ্রেফতারকৃত শিবলু আহম্মেদ জকিগঞ্জের ইনামতি গ্রামের রফিকুল ইসলাম।
জানা যায়, সোমবার (২নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানার কমলা বাগান মজুমদারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে ।
অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ অতিরিক্ত পুলিশ সুপার মো.সামিউল আলম।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এএসপি (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান।
তিনি জানান, এ ঘটনায় র্যাব বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করে ও জব্দকৃত ইয়াবাসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।