রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : নগরীর সোনালী আবাসিক হোটেল থেকে ‘অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে’ ১২ নারী-পুরুষকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদিঘীরপাড়ে হোটেল সোনালীতে অভিযান চালিয়ে ‘অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে’ ৬ নারী ও ৬ পুরুষকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী (পিপিএম-বার)। অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ, ওসি (তদন্ত) মোহাম্মাদ ইয়াছিন এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।