শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনধি : সিলেটে পর্নোগ্রাফি আইনে দায়েরকৃত এক মামলায় নবীগঞ্জের মোঃ নাজমুল আলম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে পৌরসভার জয়নগর এলাকা থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, সিলেট কোতায়তলী থানায় জনৈকা এক মহিলা পর্নোগ্রাফি আইনে নাজমুল আলমের বিরুদ্ধে জিআর ৬২০/১৯ নং মামলা দায়ের করেন। ওই মামলায় নাজমুল আলম দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই আক্তার হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে জয়নগর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।